`নবান্ন` - Latest News on `নবান্ন`| Breaking News in Bengali on 24ghanta.com
জলমগ্ন `নবান্ন`, জলে থইথই সেক্টর ফাইভ

জলমগ্ন `নবান্ন`, জলে থইথই সেক্টর ফাইভ

Last Updated: Saturday, October 26, 2013, 14:25

প্রবল বৃষ্টিতে রাজ্য সরকারের নতুন প্রশাসনিক দফতরের সামনে জল ছবি। জলমগ্ন নবান্ন চত্বর। এমনকি নবান্নর লনেও জল জমেছে। জল নামাতে বিভিন্ন জায়গায় পুরসভার তরফে চালানো হয়েছে ১২ টি পাম্প। জল নামাতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার মেয়র মমতা জয়সওয়াল। মেয়র জানিয়েছেন, হাওড়ার একাধিক জায়গায় জল জমে যাওয়ার ফলে জল নামাতে খানিকটা সময় লাগবে।